Rose Good Luck Thumbs Up ১০১ তম পোষ্ট এবং কিছু কথা Bee Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৮:৫১ সকাল



Good Luck আমি প্রথমেই টুডে ব্লগের সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই আমার নিকটি mamun থেকে বাংলায় মামুন এ পরিবর্তন করে দেবার জন্য। Cheer

আলহামদুলিল্লাহ! এই ব্লগে এটি আমার ১০১ তম পোষ্ট! Thumbs Up

গতকাল ১০০-তম পোষ্ট ব্লগে চলে এসেছে (কয়েকজন বাবা)। এই পর্যন্ত সবগুলি পোষ্ট যে সকল পাঠক পড়েছেন, আমি তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে সকল ব্লগার লেখাগুলোতে তাঁদের দুর্দান্ত এবং অনুপমেয় মন্তব্যের দ্বারা ভালোলাগার অনুভূতি দিয়ে আমাকে সিক্ত করেছেন- আমাকে প্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং আমার ভালবাসা জানাচ্ছি। Love Struck

বিশেষভাবে আমি একজনকে আমার এই লেখালিখির সমস্ত ক্রেডিট দিতে চাই- সে আমার বন্ধু ব্লগার আতিক খান। আমি প্রথম ফেসবুকে যখন আইডি খুলি, বিচ্ছিন্নভাবে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রধানের বিরুদ্ধে এলোমেলো টুকটাক গীবত করার ভিতরেই আমার ফেসবুকীয় কর্মকান্ড বিরাজমান ছিল। এসবের ভিতরে দু'একটি লেখা অনেক লজ্জা নিয়ে পোষ্ট করতাম। সেই সময়ে আমাকে এই মেকুর বন্ধু আতিকই বলেছিল লিখে যাবার জন্য। আমার মনে পড়ে ওর সেই মন্তব্যের কথা-' তোমার লেখার ভিতরে সমাজের অনেক অসঙ্গতি উঠে আসে...'। সেই-ই প্রথম আমার মনের ভিতরে কিছু লিখার অনুপ্রেরণা জাগিয়েছে। এরপর ব্লগেও সে আমাকে নিয়ে আসে। আমার ব্লগ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না [ এখনো যে তেমন রয়েছে, তাও দাবী করছি না]। এক্ষেত্রেও আতিক আমাকে এই ব্লগের লিংক দেয়াসহ একাউন্ট করার পদ্ধতি এবং আনুসঙ্গিক অন্যান্য সবকিছু আমাকে বলে দিয়েছে। ব্লগে লিখবার ব্যাপারেও ওর সেই মন্তব্য আজও কানে ভাসে-' তুমি ব্লগে লিখছ না কেন? অনেকের মাঝে বেঁচে থাকবে...'। মোট কথা আমাকে সাহস এবং প্রেরণা সে সবসময়েই দিয়ে আসছে। আজ মাসুদ রানার মত আতিককে বলতে ইচ্ছে করছে, " আই লাভ ইউ ম্যান!" Rose

ব্লগে স্টিকি পোষ্টের ব্যাপারে দু'একটি কথা বলতেই হচ্ছে। এই ব্যাপারটি সম্পুর্ণ সম্পাদক মহোদয়/ মডারেটরবৃন্দের এখতিয়ার। যেহেতু তাঁরা দায়িত্বে রয়েছেন, তাই কোন লেখাটি স্টিকি করার মত মানসম্পন্ন- সেটি একান্ত তাঁদের ব্যাপার। আমার লেখায় মন্তব্য করতে গিয়ে অনেক প্রিয় ব্লগার আমার প্রতি স্নেহ বাৎসল্যে হয়তো বলে ফেলেছেন, আমার লেখা স্টিকি কেন করা হচ্ছে না। তবে স্টিকির চেয়ে আমি এই ব্লগে অনেক সিনিয়র ব্লগারদের সাথে থাকতে পারছি, আমার লেখা পাঠক পড়ছেন, ব্লগাররা মন্তব্য করছেন, উৎসাহ দিয়ে যাচ্ছেন- আমার মত নতুনদের জন্য আর কি চাই?!! Music

তবে গল্প অনেক লিখেছি... এবার একটু কবিতার দিকে যেতে চাচ্ছি। গোটা পঞ্চাশেক কবিতা নিয়ে এই সাইডটি দিয়ে পাঠক এবং ব্লগারদের বিরক্তি উৎপন্ন করতে আসার আগাম আমন্ত্রণ দিয়ে রাখলুম। আর কিছু অণুগল্পও মাথায় ঘুরছে, সেগুলোকেও ব্লগে পোষ্ট করার ইচ্ছে রাখছি। ও হ্যা, এই অণুগল্পের ব্যাপারে আমার গুরু হলেন বাকপ্রবাস ভাই। তাই সকল অণুগল্পের ভিতরে যদি ভালো কিছু থাকে, সেগুলোর ক্রেডিট সরাসরি বাকপ্রবাস ভাইয়ের কাছে যাবে। আর নিন্দনীয় হলে সব দায়দায়িত্ব আমার।

সকলের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আল্লাহপাক সকলকে সবসময় ভালো রাখুন-আমীন। Good Luck

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266693
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৩
কাহাফ লিখেছেন : ২র আগস্ট,২০১৪ ইং ফেবুতে বিচরণের এক পর্যায়ে লিংক দেখে ব্লগে চলে আসা,ভূলে যাওয়া অনেক আগের বানানো নিক'কাহাফ'পর্যাপ্ত চেষ্টায় সচল হয়,পঠন-মন্তব্যের রাস্তায় দেখা হয় 'mamun' নিকের সাথে।প্রথম প্রথম এড়িয়ে গেলেও একটা পোস্ট পড়েই লেখার সাথে সাথে লেখকের প্রতিও বিশ্ময়কর ভাললাগা এবং শ্রদ্ধা সব সময় আমাকে টেনে আনে উনার লেখায়।
বিষয়ের বৈচিত্রতা,অনুভবের গভীরতা,উপলব্ধির সুউচ্চতা,ভাষার ব্যন্জনময়তা,অসাধরণ বর্ণনাশৈলী এক কথায় পাঠক কে মায়া-মুগ্ধ-সম্মোহিত এক জগতে নতুন করে কিছু ভাবতে শেখায়।
প্রিয় একজন লেখকের সুস্হ্য-সুন্দর-অনাবিল সুখের আগামী করি মহান রবের কাছে।
সকল ব্লগারদের জন্যেও এমন কামনা....। Rose Rose Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৫
210479
মামুন লিখেছেন : আপনার মন্তব্যের নান্দনিকতায় আমি কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না।
আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করছি মহান আল্লাহপাকের কাছে।
অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266703
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২১
ফাতিমা মারিয়াম লিখেছেন : এত অল্প সময়ে আপনি বেশ অনেকগুলি পোস্ট লিখেছেন। আপনার একটা মাত্র গল্প গতকাল পড়লাম। বেশ চমৎকার লিখেন আপনি। এগিয়ে চলুন.....কাব্যের জগতে আগাম 'স্বাগতম' জানিয়ে রাখলাম। আশা করছি গল্পের মতই কবিতাও চমৎকার হবে।
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৮
210480
মামুন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সম্পর্কে আফরার গতকাল একটি পোষ্টের মাধ্যমে জেনেছি। আপনি সহ আরো কিছু আপুরা রয়েছেন, যাদের ক্ষুরধার লিখনির ছোঁয়ায় নিজের অনুভূতিকে ফালা ফালা করবার অপেক্ষায় রয়েছি। আপনাকে ধন্যবাদ আমার ব্লগে অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৮
210840
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার ভয়ের কোন কারণ নেই, এমন ক্ষুরধার কিছু লিখার যোগ্যতা অর্জন করিনি যে অন্যকে ফালাফালা করে দিতে পারব!!!!!
266713
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৫
egypt12 লিখেছেন : চালিয়ে যান আপনার ঘোড়ার গাড়ি ভালোই লিখছেন Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৯
210481
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।Happy Good Luck
266720
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনাকে নিয়েতো আমার ভয় হয় কারণ এত অল্প সময়ে সেঞ্চুরী করে ফেলেছেন। আপনি কী অবসর প্রাপ্ত কর্মকর্তা, বেকার ভবগুরে, ছাত্র নাকি অন্য কিছু? ব্লগে এত সময় দিলেতো লাইফ পাঞ্চার হয়ে যাবেরে ভাই! একটু কম বসুন ব্লগে। যেমন আমি। আমার কোন কাজ কাম নেই তারপরও কম আসি এখানে। বিশ্বাস না হলে আমার পরিসংখ্যানটা দেখুন। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাই কৃতজ্ঞতা সুন্দর সুন্দর লেখা উপহার দেয়ার জন্য।
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২১
210482
মামুন লিখেছেন : আপনাকে ধন্যবাদ মিজান ভাই।
আমি একটি পোশাক শিল্পের সাথে জড়িত রয়েছি। এইচ,আর ও কমপ্লায়েন্স বিভাগে। আর নেটেই আমার কাজ বেশী থাকায়; কাজের ফাঁকে ফাঁকে লিখি। আপনার কথাটি মনে রাখব ইনশা আল্লাহ।
সাথে থাকবার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck
266745
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৩
নূর আল আমিন লিখেছেন : লিখেন আমরা বনি আদমেরা কিছু শিখি পইড়া
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৩
210483
মামুন লিখেছেন : কি যে বলেন নুর আল আমিন ভাই।
ধন্যবাদ আপনাকে অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৬
210505
কাহাফ লিখেছেন :
কোন বেয়াদবী হয়েছে আমার থেকে ব্লগার নূর আল আমীন সাহেব........? আমাকে ব্লক করে রেখেছেন কেন? ফেবুতেও জানিয়েছি বিষয়টা।Good Luck
266758
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
প্রেসিডেন্ট লিখেছেন : অভিনন্দন।
বলতেই হচ্ছে-আপনার লেখা সুখপাঠ্য। চালিয়ে যান। শুভকামনা। Rose Rose Rose Rose Rose Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
210491
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
বিশেষ করে 'প্রেসিডেন্টের' কাছ থেকে অভিনন্দন পাওয়াটা অনেক বড় ব্যাপার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকুন সবসময়।Happy Good Luck
266759
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন!!!
অল্প সময়এই আপনি একজন জনপ্রিয় ব্লগার হয়ে উঠেছেন।
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
210492
মামুন লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই।
আপনার লেখাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার লেখার একজন ভক্ত আমি। সময়াভাবে সবগুলো যদিও পড়তে পারিনি, তবে এক এক করে পড়ার ইচ্ছেটা রাখছি।
অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266778
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
আফরা লিখেছেন : ভাইয়া আমরা ধরনা এত অল্প সময়ে একমাত্র আপনিই সেঞ্চুরী করেছেন ।
অনেক অনেক দুয়া ও শুভেচ্ছা ডবল সেঞ্চুরীর দিকে দ্রুত এগিয়ে যান আপনার কবিতার মালা নিয়ে ভাইয়া ।
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
210517
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আফরা আপনাকে!
খুব ভালো লাগলো আপনার 'ব্লিংকিং তোড়াটি'!
আসলে সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি মুখ্য বিষয় নয়। আসল হল হৃদয়ের তাগিদে লিখে যাওয়া। আমরা যারা সবাই এই প্ল্যাটফর্মে লিখছি, অপরের লিখাগুলো পড়ছি-আসলে সবাই কিন্তু মনের খোরাক মেটানোর চেষ্টা করছি। কবিতা আমি লিখতে পারি না। চেষ্টা করছি- হচ্ছে না। আমার এগুলোকে আধুনিক গদ্য কবিতার পর্যায়েও ফেলা যাবে কিনা সন্দেহ রয়েছে। তবুও কয়েকটি লিখে যাবো। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গল্পে..
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266780
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
প্রবাসী আশরাফ লিখেছেন : শততম পোষ্ট পার করায় আন্তরিক অভিনন্দন রইলো... Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
210525
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনাকেও অনেক শুভেচ্ছা।Happy Good Luck
১০
266803
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
ভিশু লিখেছেন : RoseRoseভি RoseRoseন্দ RoseRose
RoseRoseভি RoseRoseন্দ RoseRose
RoseRoseভি RoseRoseন্দ RoseRose
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
210616
মামুন লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই!!
হৃদয়ের গভীর থেকে আপনার ফুলেল শুভেচ্ছার জন্য আল্লাহপাকের কাছে আপনার জন্য উত্তম বদলার প্রার্থনা করছি।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১১
266805
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
ফেরারী মন লিখেছেন : আপনার সবগুলো পোষ্টই স্টিকি করার মত তাই হয়তো তারা একটা দ্বিধায় পড়ে যায় কোনটা রেখে কোনটা স্টিকি করবে। স্টিকি পোষ্ট তাকেই বলে যাদের অনেক লেখার মাঝে একটি ভালো লেখা ভালো থাকে কিন্তু যাদের সব লেখাই ভালো তাদের পোষ্ট স্টিকি হয় না।

গো এহেড ইউ উইল বি এ গ্রেটেস্ট স্টোরি রাইটার অব দ্য বাংলাদেশ। Thumbs Up Thumbs Up Thumbs Up
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
210617
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো ভাই আপনার কথাগুলো।
অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
১২
266807
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অভিনন্দন ও শুভকামনা রইলো। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৩
210618
মামুন লিখেছেন : আপনাকেও অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck
১৩
266817
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
সালমা লিখেছেন :

২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
210619
মামুন লিখেছেন : আপনার এত্তো এত্তো ফুলেল শুভেচ্ছার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১৪
266831
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
ইক্লিপ্স লিখেছেন : অভিনন্দন। এক সময় আমিও অনেক লিখেছি। সে সব দিন এখন শুধুই স্মৃতি। আপনার জন্য শুভকামনা থাকল লেখালেখির জগতে আপনার পথ চলা মসৃণ হোক।
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
210620
মামুন লিখেছেন : আপনি আমার একজন প্রিয় লেখক। ধন্যবাদ ব্লগে আমার জন্য অনুভুতি রেখে যাবার জন্য।
ভালো থাকবেন, সবসময় ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১৫
266871
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লিখে যান কী বোর্ডে টাইপ করে আপন গতিতে! আপনার লেখা পড়ে হয়তো কেউ কেউ উৎসাহ পাচ্ছে! কেউ কেউ লিখছে নিয়মিত! আপনি হয়ে উঠুন সব ব্লগারের জন্য অনুপ্রেরনার বন্ধু যার কাছ থেকে শুধু উৎসাহ, অনুপ্রেরনাই পাওয়া যায়! আপনি হোন তাদেরই একজন!
সকল কল্যান কামনা আপনার জন্য আল্লাহর সমীপে!
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
210625
মামুন লিখেছেন : আপনার দুর্দান্ত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইনশা আল্লাহ, যতদিন সম্ভব লিখে যাবার ইচ্ছেটা রইলো। সকল ব্লগার এই প্ল্যাটফর্মে এক পরিবারের মত। সবাই দলমত নির্বিশেষে 'ব্লগার'/ লেখক-এই পরিচয়ে এক থাকলে সনই সম্ভব। আলোচনা হবে গঠনমূলক; কিন্তু তারজন্য একে অপরের প্রতি কোনো ধরণের বিদ্বেষ তৈরী হবে না। তবেই সৃষ্টিশীলতায় মুখর আমাদের সবার টুডে ব্লগ সত্যিকারের পরিবার হয়ে উঠবে।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck
১৬
266937
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
বুড়া মিয়া লিখেছেন : ব্লগের লেখা-লেখির খেলায় - সেঞ্চুরী মারার জন্য মামুন ভাইকে আন্তরিক অভিনন্দন!
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
210793
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck
১৭
266942
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
ইমরান ভাই লিখেছেন : ভাই, শহীদ আফ্রিদির রেকর্ডটা এত দ্রুত ভাংলেন সেকি জানে Thinking Thinking Thinking


পোস্ট লিখেছেনঃ ১০৩ টি
মন্তব্য করেছেনঃ ৫৫২ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৫১২ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৯০৪০ বার
ব্লগে আছেনঃ ২ মাস ২৯ দিন

২ মাসে ১০৩ টা পোস্ট মাথাই নষ্ট Time Out Time Out Time Out Time Out
পোস্ট লেখায় আপনি সিনিয়র। Day Dreaming Day Dreaming
ভাইকি বিজনেস করেন? নাকি জব? Not Listening Not Listening
এত সময় পান কিভাবে একটু টিপস টা দিবেন Unlucky Unlucky It Wasn't Me!
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৯
210698
পবিত্র লিখেছেন : জানি না আমি কখন হাফ সেঞ্চুরী করবো! :Thinking :Thinking
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
210795
মামুন লিখেছেন : ধন্যবাদ ইমরান ভাই।
আমার কাজটা আসলে লেখালিখি টাইপের। একটি পোশাক কারখানায় এই কম্পিউটার সামনে নিয়েই সকাল সন্ধ্যা নেটে বসে থাকতে হয়। আর সপ্তাহের ৫টি দিন অফিস সংলগ্ন মেসে একাকী থাকাতেই অখন্ড অবসর কাটাতেই এই লেখার অভ্যাস গড়ে উঠেছে।
কাজের অবসরে লিখি, নিজের অবসরে লিখি- মোটকথা লিখতেই থাকি। মাঝখানে না লিখতে লিখতে লেখাই আসা বন্ধ হয়ে গেছিলো। এজন্য দেখলাম, নিরলস লিখেই যেতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১২
210814
ইমরান ভাই লিখেছেন : মামুন ভাই,
কিছু মনে করবেন না। আমি জানিনা আপনি কতটুুকু ইবাদত করেন কেননা আপনার যথেষ্ট সময় থাকে হাতে যা আপনি নিজেই বলেছেন।
আমি আপনার সম্মন্ধ্যে ভালো ধারনাই রাখি।

রসুল (সা) বলেছেন, “পাচটি জিনিস কে মুল্যায়ন কর পাচটি জিনিস আসার আগে বার্ধক্যের আগে যৌবনকালকে অসুস্হতা আসার আগে সুস্হতাকে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে দারিদ্রতা আসার আগে সম্পদকে মউত আসার আগে হায়াতকে”

আপনার ব্যাস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ।
আপনার কাছে ইবাদাত সম্মন্ধ্যে একটা পোস্ট আশারাখি।

আল্লাহ মঙ্গল করুন। আমীন।
১৮
266953
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
পবিত্র লিখেছেন : অভিনন্দন আপনাকে! Rose Rose Rose


আপনার বেশ কয়েকটি গল্প পড়েছি। তবে সময়ের অভাবে সবগুলো পড়া হয়ে উঠেনা। অনেক ভালো লাগে আপনার লিখনী। চালিয়ে যান শুভকামনা রইল। সুযোগ পেলে ইসলামিক গল্প লেখার অনুরোধ রইল। Good Luck Good Luck
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
210800
মামুন লিখেছেন : ধন্যবাদ পবিত্র আপনাকে।
ইসলামিক জ্ঞান একেবারেই কম। এজন্য আগে এই জ্ঞান অর্জনে মন দিতে চাচ্ছি। অনেক পড়তে হবে আমাকে। এরপর লেখার টাইপ শুধু ডাইভার্ট করে দিবো ওদিকে ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
১৯
267054
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৮
মামুন লিখেছেন : ধন্যবাদ ইমরান ভাই।
একদম সঠিক বলেছেন।
আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এই ব্লগ এবং ফেসবুকে আসার আগে আল্লাহপাককে দমে দমে স্মরণ করতাম। এখন সেভাবে পারি না। আমি এই ভার্চুয়াল জগতের নেশায় পড়ে গেছি।
ধীরে ধীরে আবার আমার একেলা সেই জগতটিতে ফিরে যেতে চাচ্ছি। ইনশা আল্লাহ আবারো ফিরে যাবো। আর ইবাদত সম্পর্কে যে লিখবো, আমার রেফারেন্স দেবার মত ক্ষমতা নেই; কারণ ইসলামের জ্ঞান আমার নেই।
আমি আসলে সবদিক মিলিয়ে একজন ব্যর্থ মানুষ। তাই নিজের ব্যর্থতা ঢাকতেই হয়তো এই লেখালিখির জগতে ঢুকবার অপপ্রয়াস। জানি এই লেখা ঐ জগতে আমার কোনো কাজেই আসবে না।
ধন্যবাদ ইমরান ভাই, খুবই সত্য একটি জিনিস আমাকে মনে করিয়ে দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।@ইমরান ভাই
২০
267281
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৮
বৃত্তের বাইরে লিখেছেন : শততম পোস্টে অনেক অনেক অভিনন্দন আপনাকে। Applause কবি-সাহিত্যিকরা মানুষের মন ও মননকে জাগিয়ে তুলেন। মানুষের অনুভূতি নিয়ে গল্পের চরিত্র গুলো যেন নিত্যনৈমত্তিক এই আমাদের মনের ভাবনা নিয়েই চলে। এই জন্যেই তারা যেন ছুয়েঁ যান,ভাবনায় ঘোর লাগান পাঠককূলের। অব্যাহত থাকুক আপনার এই যাত্রা। শুভকামনা রইল।
ব্লগার আতিক ভাইকেও ধন্যবাদ এমন একজন সাহিত্যিকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য। বাকপ্রবাস ভাই হলেন ছন্দের জাদুকর। অনুগল্পগুলোও ভাল লাগে। মানবতার জন্য লেখকের কলম বারবার কেঁদে উঠুক। শুভকামনা রইল আপনাদের সকলের জন্য Good Luck Rose


২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
211134
মামুন লিখেছেন : আপনার নান্দনিক মন্তব্য মন ছুঁয়ে গেলো!
কবি-সাহিত্যিকদের ব্যাপারে আপনার মন্তব্যের সাথে সহমত।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২১
267293
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
আতিক খান লিখেছেন : এই পোস্টটা আমার চোখ এড়িয়ে যাওয়াতে ক্ষমা চেয়ে নিচ্ছি। মামুন ধন্যবাদ দিয়ে ছোট করবনা ভাই। আমি তোমার লেখার ক্ষমতা সম্পর্কে বুঝি, ইনশাল্লাহ অনেক দূর যাবার ক্ষমতা আছে তোমার। এখানে লিখার সাথে সাথে তোমার আরও বড় প্লাটফর্ম ও দরকার। সেই সাথে তোমার বাছাই করা গল্প নিয়ে বইমেলায় একটা বই বের করতে পার। কে কিনবে ভাবছ? হুমায়ুন আহমেদের ১ম বই ও কেউ কিনেনি। লেখালেখিতে প্রতিষ্ঠিত হতে সময় লাগে। হবে ইনশাল্লাহ একদিন। আমার নামে অনেক কিছু লিখেছ। আমি এর যোগ্য নই। আমি শুধু বন্ধুকে কিছু উৎসাহ দিতে চেয়েছি। আর হ্যাঁ, বয়স হচ্ছে। ধর্মের জন্য ও সময় বরাদ্দ রেখ। অনেক ভাল থাক। Rose Rose Good Luck Good Luck
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
211135
মামুন লিখেছেন : তোমার অনুপমেয় মন্তব্যে আমি অভিভূত আতিক!
ইনশা আল্লাহ, সময়-সুযোগ হলে করব ভাবছি।
হ্যা, বয়স হচ্ছে। সে ব্যাপারেও ভাবছি। এবারের ঈদের বন্ধে ধর্মীয় দিকে কিছু লেখাপড়া করব।
তুমিও ভালো থেকো।
অনেক শুভেচ্ছা তোমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File